নাটোরের সিংড়া থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ জাকির হোসেন (৪৮), মানিক সরকার (৩৪) ও মুনজুর রহমান (৪৫) নামে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। তাদের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায়। মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে সিংড়া পৌর শহরের নিংগইন এলাকা থেকে তাদের ৯৩৪ বোতল ফেন্সিডিল ও একটি ট্রাকসহ আটক করা হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল সিংড়া উপজেলার নিংগইন এলাকায় আব্দুর রহিমের বাড়ির পাশে অভিযান পরিচালনা করে। এসময় একটি ট্রাকে তল্লাশি করলে তার মধ্যে থেকে ৯৩৪ বোতল ফেন্সিডিল পাওয়া যায়।
এসময় বাংলাদেশে নিষিদ্ধ মাদক হিসেবে ব্যবহৃত ফেন্সিডিল বহনের দায়ে তাদের তিনজনকে আটক করা হয়।
র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের কোম্পানী অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার এ.টি.এম মাইনুল ইসলাম বলেন, আসামীদের বিরুদ্ধে সিংড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।