নওগাঁর রাণীনগরে প্রায় দেড়শ বছররের প্রাচীনতম কালী প্রতিমার চামুন্ডা ভাংচুর করেছে দুর্বৃত্তরা । রোববার রাতে উপজেলার বড়গাছা ইউনিয়নের দেউলা গ্রামে মট মন্দিরে ভাংচুরের এঘটনা ঘটে।
ওই গ্রামের মন্দির কমিটির সেক্রেটারী কালীপদ পাল জানান,প্রায় আড়াই হাজার বছর আগের তৈরি মটের ভিতরে তিনটি কালী প্রতিমার চামুন্ডা ছিল। বাংলা সন অনুযায়ী বছরের প্রত্যেক আষাঢ় মাসে চামুন্ডা পূজা করা হতো। এসময় মট থেকে কালী প্রতিমার চামুন্ডা বের করে পুজা ও ভরণ খেলা শেষে আবার মটের ভিতরে রাখা হয় । গত রোববার গভীর রাতে কে বা কাহারা মটের ভিতরে প্রবেশ করে কালীর প্রতিমার চামুন্ডার জিহŸা ও চুড়া ভেঙ্গে তিন খন্ড করেছে । সকালে দেখতে পেয়ে থানাপুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কাঠের তৈরি কালী প্রতিমার চামুন্ডা প্রায় দেড় শ’ বছরের পুরাতন বলে জানান তিনি।
এব্যাপারে রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক বলেন,খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।#