রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভায় নব-নির্মিত বাস টার্মিনাল এবং পৌর সুপার মার্কেটের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উদ্বোধন উপলক্ষে পৌরসভার উদ্যেগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। তাহেরপুর পৌর সভার মেয়র আবুল কালাম আজাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগমারা আসনের সংসদ সদস্য,সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বিএমডিএফ এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাসিনুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সহ-সভাপতি,বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার,বাগমারা উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, তাহেরপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদের,সহকারী প্রকৌশলী জাহিদুল হক,ঠিকাদার খালেদ মোহম্মাদ সেলিম প্রমুখ। এ সময় তাহেরপুর পৌরসভার বিভিন্ন কাউন্সিলর সহ আ’লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য,মিউনিসিপ্যাল গর্ভন্যান্স এন্ড সার্ভিসেস প্রজেক্ট বিএমডিএফ-পার্টি ও তাহেরপুর পৌরসভার নিজ অর্থায়নে বাস টার্মিনাল এবং পৌর সুপার মার্কেট নির্মাণ করা হয়। এতে ৩ কোটি ৩৩ লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে তাহেরপুর পৌর সুপার মার্কেট এবং ১ কোটি ৮৯ লাখ ৪৬ হাজার টাকা ব্যয়ে বাস টার্মিনাল নির্মাণ করা হয়।#