বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথে প্রতিপক্ষের হামলায় যুবক
আহত হওয়ার ঘটনায় মামলা দায়ের হয়েছে। (২২ অক্টোবর) মঙ্গলবার রাতে আহত যুবকের
পিতা উপজেলার দৌলতপুর ইউনিয়নের শেখেরগাঁও গ্রামের মাহমদ আলী বাদি হয়ে
৫জনের নাম উল্লেখ করে আরও ৩-৪জনকে অজ্ঞাতনামা আসামি রেখে বিশ্বনাথ থানায়
মামলা দায়ের করেন। মামলা নং ১৪। মামলার অভিযুক্তরা হলেন-উপজেলার শেখেরগাঁও
গ্রামের মৃত আর্শ্বদ আলীর ছেলে আবদুল মছব্বির, মন্তাজ আলী, মন্তাজ আলীর
ছেলে দুলাল, জগন্নাথপুর উপজেলার কাতিয়া-রাণীগঞ্জ গ্রামের মৃত আলকাছ আলীর
ছেলে আফরোজ আলী (৩০), দোয়ারাবাজার থানার শ্রীপুর গ্রামের বাসিন্দা আলতাই।
মামলা দায়েরের সত্যতা স্বীকার করেছেন বিশ্বনাথ থানার এসআই মিজানুর রহমান।
মামলার
এজাহারে বাদি উল্লেখ করেন, শেখেরগাঁও গ্রামের মৃত সোনাফর আলীর স্ত্রী
আজিজুন নেছা প্রবাসে বসবাস করে আসছেন। তার বাড়ি দেখা শুনা করে বাদির ছেলে
নুরুল হোসেন (২৬)। আজিজুন নেছা বিদেশ যাওয়ার পূর্বে বাদির ছেলের কাছে তার
ঘরে চাবি ও বাড়ির বিষয় সম্পত্তি দায়িত্ব সমজিয়ে দিয়ে যান। এরপর থেকে বাদির
ছেলে ওই প্রবাসী নারীর বাড়ির ঘর দেখাশুনা করে আসছে। এতে অভিযুক্তরা বাদির
ছেলের ওপর হিংসান্নিত হয়ে পড়ে। বাদি ছেলে নুরুল হোসেনকে অভিযুক্তরা ভয়ভীতি
প্রদর্শন করতে থাকে এবং আজিজুন নেছার বাড়ি-ঘরের চাবি তাদের কাছে না দিয়ে
তাকে মেরে ফেলার হুমকি দেয়। গত ৬ অক্টোবর বাদির ছেলেকে ফোনে অভিযুক্ত আবদুল
মছব্বির ও দুলাল ওই বাড়ির চাবি না দিলে দেখে নেয়ার হুমকি প্রদান করে। গত ৮
অক্টোবর বিকেলে বাদি ছেলে নুরুল হোসেন রং এর কাজ শেষে বাড়ি ফেরার পথে
শেখেরগাঁও গ্রামের মাসুক মিয়া বাড়ির গেইটের সামনে আসামাত্রই অভিযুক্তরা তার
পথরোধ করে। এসময় অভিযুক্তরা দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে বাদির ছেলে ওপর
হামলা চালিয়ে গুরুতর আহত করে বলে বাদি এজাহার উল্লেখ করেছেন।