মধ্যনগর বাজারে ময়লা আবর্জনায় দূষিত হচ্ছে পরিবেশ বাজার কমিটির গাফিলতি জনস্বাস্হ্যের মারাত্মক ক্ষতি

মধ্যনগর অফিস ;
সুনামগঞ্জের মধ্যনগর থানা সদর বাজারে ময়লা আবর্জনায় দূষিত হচ্ছে পরিবেশ জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে,বাজার কমিটির গাফিলতির দরুন অপরিষ্কার  প্রচুর ময়লা জমে থাকা সত্ত্বেও,কোনো পরিস্কার পরিচ্ছিন্নতার উদ্যোগ নিতে দেখা যায়না বাজার কমিটির। এসব দেখার দায়িত্ব চেয়ারম্যান বা-বাজার বনিক সমিতির কথা  থাকলেও  দায়িত্ব পালনের অবহেলায় দূষিত হচ্ছে পরিবেশ, রোগ বেদীতে আক্রান্ত হচ্ছে মানুষ জনস্বাস্থ্যের মারাত্মক ভাবে ক্ষতির আসংখা রয়েছে। এলাকার সচেতন মহলের অনেকেই নাম প্রকাশে অনিচ্ছুক অভিযোগ তুলে প্রতিবেদককে জানান, ময়লা যুক্ত বাজার পরিস্কার রাখতে  বনিক সমিতির দায়িত্ব,আর কমিটির  সদস্যরা কেনো নজরে নিচ্ছেনা কেনো সেটি আমরা জানিনা,তবে তারা পদ পদবী নিয়েছে নিজেদের সুনাম অর্জনের জন্য, সেবা দেওয়ার জন্য নয়। কারন তারা  দায়িত্ব পালন করতে পারছেনা, ময়লা যুক্ত বাজার পরিস্কার রাখতে সংলিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি কামনায় এলাকাবাসী জোর দাবী জানাচ্ছে