বিজ্ঞান ভিত্তিক বিশ্বে টিকে থাকতে শিক্ষার্থীদের প্রযুক্তি ব্যবহার করে উন্নত শিক্ষা গ্রহণ করতে হবে – মনোরঞ্জন শীল গোপাল এমপি

মোঃ আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥ জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, বিজ্ঞান ভিত্তিক বিশ্বে টিকে থাকতে শিক্ষার্থীদের প্রযুক্তি ব্যবহার করে উন্নত শিক্ষা গ্রহণ করতে হবে। ২২ অক্টোবর ২০১৯ মঙ্গলবার বীরগঞ্জ সরকারি কলেজের “নবীন বরণ” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।

বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মো. খয়রুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও সাবেক এমপি মো. আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ামিন হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকারিয়া জাকা, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. নুর ইসলাম নুর ও অন্যরা।

অনুষ্ঠান পরিালনা করেন কলেজের সহকারী অধ্যাপক ও নবীন বরণ অনুষ্ঠান আয়োজক কমিটির আহবাক মো. আমিনুল ইসলাম মিন্টু।