মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা) প্রতিনিধি
পাবনার চাটমোহরে মাইক্রোবাসের ধাক্কায় সিএনজি খাদে পড়ে এক কলেজ শিক্ষিকা চামেলী রাণী (৫০) নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার ছাইকোলা ইউনিয়নের সবুজপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত চামেলী রাণী চাটমোহর পৌর শহরের শ্যামল কুমার মনির স্ত্রী। চামেলী রাণী ছাইকোলা ডিগ্রী কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক ছিলেন।
কমপ্লেক্সে এ ঘটনায় আঃ রহিমসহ আরো বারজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ঘটনায় আঃ রহিমসহ আরো বারজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ছাইকোলা বাসস্ট্যান্ড থেকে একটি সিএনজিতে চড়ে বাড়ি ফিরছিলেন চামেলী রাণী। সিএনজি ছাইকোলা সবুজপাড়া ব্রিজ এলাকায় পৌঁছার পর বিপরীত দিক থেকে একটি দ্রæতগতির মাইক্রোবাস এসে ধাক্কা দিলে সিএনজি রাস্তার পাশেই খাদে পড়ে যায় এবং মাইক্রোবাসটিও রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা খায়।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ নাসীর উদ্দিন বলেন, দূঘটনায় এক কলেজ শিক্ষিকা মারা গেছেন এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।