নওগাঁর আত্রাইয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন, পুড়ে ছাই ১টি বাড়ি

নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁর আত্রাইয়ে প্রবাসির বাড়ির ৩টি ঘর সহ কৃষি পণ্য,আসবাবপত্র,খাদ্যদ্রব্য সহ সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (১৫অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে আত্রাই উপজেলা কালিকাপুর ইউনিয়নের ক্ষিদ্রকালিকাপুর এঘটনা ঘটে। প্রায় ঘন্টাব্যাপী চেষ্টায় গ্রামবাসী আগুন নিভিয়ে ফেলে। তবে ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এলাকাবাসী জানান,ক্ষিদ্রকালিকাপুর গ্রামের মৃত আফজাল হোসেন মৃধার ছেলে ওয়াহাবের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মূহুতেই আগুনে সব কয়টি ঘরে ছড়িয়ে পড়ে। পরে গ্রাম বাসী আগুনের শিখা দেখে পল্লী বিদ্যুৎ অফিসে খবর দিলে নদী পারাপাররের কারণে পল্লী বিদ্যুৎ অফিসের পরামর্শে বিদ্যুৎ লাইনের ড্রপ তার কেটে দিয়ে বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করলে গ্রামবাসী মিলে আগুন নিয়ন্ত্রনে আনে। কিন্তু ততক্ষণে ঘর গুলোতে থাকা পরিধেয় বস্ত্র,আসবাবপত্র, চাল,ভ’ট্টা,রসুন ও নগদ টাকা সহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। আগুনে প্রবাসী ওয়াহাব আলী স্ত্রী শিরিন আকতার ও তার ছেলে ঘোষগ্রাম ব্রাইট কিন্ডার গার্টেন স্কুলের জেএসসি মডেল টেষ্ট পরীক্ষার্থী হাসিবুল হাসানের ৩টি ঘর বই,খাতা পত্র পুড়ে ছাই হয়ে যায়। এ ঘনায় প্রবাসী ওয়াহাবের স্ত্রী শিরিন আকতার বলেন, আমি ঘটনার দিন রাতে পার্শে¦র বড় কালিকাপুর গ্রামে ইসলামী জলসা শুনতে গিয়েছিলাম । খবর পেয়ে বাড়িতে এস দেখি আগুনে আমার বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে । এখন আমি ছেলে -মেয়েদের নিয়ে কি করবো বা কোথায় দাঁড়াবো তাদের পড়নের কোন বস্ত্র পর্যন্ত নাই। এ অগ্নিকান্ডে আমার নগদ অর্থ সহ প্রায় ৫লক্ষাধীক টাকা ক্ষতি সাধন হয়েছে। এ খবর পেয়ে সংস্লিষ্ট ইউপি চেয়ারম্যান প্রভাষক নাজমূল হক নাদিম ঘটনার স্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারকে শান্তনা দেন এবং বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করন সহ সার্বিক সহযোগিতা আশ^াস প্রদান করেন।#