সুজানগর (পাবনা) প্রতিনিধি ঃ শিশু ও নারী উন্নয়নে সচেতনামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় প্রচার ও উদ্বুদ্ধকরণ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গে ১ দিনের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় বুধবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ওরিয়েন্টেশন কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন। উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথের সভাপতিত্বে ও সহকারী তথ্য অফিসার আব্দুল আওয়ালের সঞ্চালনায় স্বাগত বক্তব্যদেন জেলা সিনিয়র তথ্য অফিসার ফরহাদ হোসেন। শিশু ও নারী উন্নয়নে বক্তব্যদেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সেলিম মোর্শেদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস মর্জিনা খাতুন, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাজাহান, এস এম সামছুল আলম, আব্দুল মতিন মৃধা, হাবিবুর রহমান, মশিউর রহমান, আমিনুল ইসলাম, আমিন উদ্দিন, কামাল হোসেন, মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুস সাত্তার, আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, সিনিয়র সাংবাদিক তৌফিক হাসান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মনিরুজ্জামান প্রমুখ। এ ছাড়া শিক্ষক, ইমাম, ইউপি সচিব, মহিলা সদস্য অংশ গ্রহন করেন।