পাবনার চাটমোহরে চলনবিলের বিভিন্ন অংশে অবৈধভাবে স্থাপন করা পাঁচটি সোঁতি বাঁধ অপসারণ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার নিমাইচড়া ও হান্ডিয়াল এলাকায় ভ্রাম্যমাণ আদালত গঠন
করে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকতেখারুল ইসলাম ও উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মো. মাহবুবুর রহমান।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, চলনবিল থেকে পানি কমতে শুরু করায় বিল ও নদীতে দেশীয় প্রজাতির বিভিন্ন মাছের আনাগোনা বাড়ে। এই সুযোগে স্থানীয় প্রভাবশালীরা নিমাইচড়া এলাকার ছাওয়ালদহ, চিনাভাতকুর, হান্ডিয়াল
এলাকার ডেফলচড়া, পাইকপাড়া ও স্থল এলাকার বিল ও নদীর মধ্যে অবৈধভাবে পাঁচটি সোঁতি বাঁধ স্থাপন করে মাছ শিকার শুরু করে।
উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মো. মাহবুবুর রহমান জানান, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশের সহযোগিতায় সোঁতি বাঁধগুলো অপসারণ করা হয়।