দুর্গাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

দুর্গাপুর(নেত্রকোনা)সংবাদদাতা
নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যাবস্থাপন বিভাগ) এর আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০১৯ বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে উদযাপন করা হয় রবিবার।
কর্মসূচীর মধ্যে উপজেলা পরিষদ চত্বর হতে জিও/এনজিও প্রতিনিধি ও স্কুল কলেজের শিক্ষক/শিক্ষার্থীদের অংশগ্রহনে এক বর্ণাঢ্য র‌্যালী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা ফায়ার ষ্টেশন কর্তৃক বিভিন্ন দুর্যোগ মোকাবেলা করনীয় শীর্ষক এক মহড়া প্রদর্শন শেষে উপজেলা পরিষদ হল রুমে নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম এর সভাপতিত্বে ”নিয়ম মেনে অবকাঠামো গড়ি জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি” এই প্রতিপাদ্যে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ মোঃ আহসান হাবীব,উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাঃ এস এম তানজিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মাহাবুব আলম, আওয়ামীলীগ নেতা পাভেল চৌধুরী, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ নাসির উদ্দিন, উপজেলা ফায়ার ষ্টেশন ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক এ কে এম ইয়াহিয়া প্রমুখ।
আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে চিত্রাংকন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন করা হয়।