বনমালী শিল্পকলা’য় সঙ্গীতানুষ্ঠান শরৎ সন্ধ্যা অনুষ্ঠিত

শফিক আল কামাল (পাবনা) ॥ খেলাধুলা, শিল্প, সাহিত্য ও সংস্কৃতি চর্চায় পাবনা’র ঐতিহ্য অতি প্রাচীন কাল থেকেই। সেই প্রাচীন ঐতিহ্যকে আরও এক ধাপ এগিয়ে নিতে বনমালী শিল্পকলা কেন্দ্র পাবনা’র সার্বিক ব্যবস্থাপনায় ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড-এর পৃষ্ঠপোষকতায় জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, পাবনা জেলা শাখার পরিবেশনায় বনমালী শিল্পকলা কেন্দ্র’র অডিটোরিয়ামে শুক্রবার (১১’অক্টোবর) সন্ধ্যা ৭টায় সঙ্গীতানুষ্ঠান শরৎ সন্ধা অনুষ্ঠিত হয়েছে।

সঙ্গীত শিল্পীরা সুরের মূর্ছনায় মুগ্ধ করেন আগত অতিথি ও দর্শক-শ্রোতাদের হৃদয় মন। এ সময় উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতিন খান, সেক্টর কমান্ডারস্ ফোরাম মুক্তিযুদ্ধ’৭১ পাবনা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ. স. ম. আব্দুর রহিম পাকন, বনমালী শিল্পকলা কেন্দ্র’র সাধারণ সম্পাদক, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. হাবিবুল্লাহ, রানা গ্রুপের কর্ণধার রুহুল আমীন বিশ্বাস রানা, বনমালীর নির্বাহী সদস্য রবিউল ইসলাম ডাব্লিও চৌবে, এ্যাড. আব্দুল হান্নান, আলী আহসান বক্তার, নাট্য অভিনেতা এ্যাড. আব্দুল হান্নান শেলী, বিশিষ্ট ব্যবসায়ী মো. জামিল হোসেন, ডক্টরস ডায়াবেটিক সেন্টার এন্ড রিচার্স এর ব্যবস্থাপনা পরিচালক ড. মঞ্জুর এলাহী, মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম রিজু, দৈনিক জনকন্ঠ’র জেলা প্রতিনিধি কৃষ্ণ ভৌমিক, সাংবাদিক ও মানবাধিকার কর্মি শফিক আল কামাল প্রমুখ।