সাঁথিয়া প্রতিনিধিঃ
ব্যাপক উৎসাহ উদ্দীপণাসহ জাকজমক পূর্ণভাবে পায়রা অবমুক্ত করে পাবনার সাঁথিয়া উপজেলা যুবলীগের দীর্ঘ ১৭ বছর পর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আশরাফুজ্জামান টুটুল সভাপতি ও মিজানুর রহমান উকিল সাধারন সম্পাদক নির্বাচিত হন। গতকাল শনিবার দুপুরে সাঁথিয়া পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম ভিপির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ্যাড, শামসুল হক টুকু এমপি।
সম্মেলনে উদ্বোধনী বক্তব্য দেন পাবনা জেলা যুবলীগের আহবায়ক আলী মতুর্জা সনি বিশ্বাস। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু আহম্মেদ নাসিম পাভেল, সাঁথিয়া উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, সাঁথিয়া পৌর মেয়র মিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তপন হায়দার সান, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সিবলী সাদিক, শাকিবুল ইসলাম রনি প্রমূখ।কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু আহম্মেদ নাসিম পাভেল বলেন আপনারা মিডিয়ায়যাদেখছেন তা আওয়ামীলীগ ও যুবলীগের আসল চিত্র নয়।কোন ব্যক্তির দুর্নীতির ভার যুবলীগ নিতে পারেনা। হালুয়া রুটির ভাগবাটরা করার জন্য অনেক আগাছা পরগাছা দলে ভীড়ছেন, তাদেরথেকে সর্তক্য থাকতে তিনি বলেন। প্রধান অতিথির বক্তব্যে এ্যাড, শামসুল হক টুকু এমপি বলেন , সারাদেশের মধ্যে সাঁথিয়া যুবলীগে সম্মেলন হচ্ছে ব্যতিক্রম। সম্মেলনের আগেই সকল প্রার্থীদেরকে ডোপ টেস্ট করানো হয়েছে। প্রধান মন্ত্রীশেখ হাসিনাকে মাদক মুক্ত সংগঠন উপহার দিতেই ডোপ টেষ্ট করা হয়েছে। তিনি আরও বলেন যুবসমাজ ছাড়া জামায়াত বিএনপিকে প্রতিরোধ করা সম্ভব নয়। পরে দ্বিতীয় অধিবেশনে যুবলীগের কমিটির নির্বাচনের প্রত্রিয়া চলছে ।