হাটগ্রাম নৌকা বাইচে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করলেন -এমপি জলি

সোহেল রানা ঃ ভাঙ্গুড়া উপজেলার হাটগ্রাম সোনালী সৈকতে পারভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদ ও পারভাঙ্গুড়া ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হেদায়তুল হক এর ব্যবস্থাপনায় নৌকা বাইচের ফাইনাল প্রতিযোগিতা গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এবারে নৌকা বাইচে মোট ১৭টি নৌকা অংশগ্রহণ করে। এদের মধ্যে প্রথম স্থান অধিকার করে বাংলার দুলদুল এক্সপ্রেস, ২য় স্থান অধিকার করে হাদল এক্সপ্রেস এবং ৩য় স্থান অধিকার করে আটলংকা এক্সপ্রেস। বিজয়ীদের মধ্যে উপস্থিত থেকে বিজয়ী ট্রফি ও প্রাইজ মানি বিতরণ করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য পাবনা জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও পাবনা সিরাজগঞ্জ আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি। উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা আওয়ামীলীগের উপদেষ্টা, সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযোদ্ধা-৭১ এর সভাপতি আ.স.ম. আব্দুর রহিম পাকন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ইঞ্জি. মো. আব্দুল আলীম, পাবনা জেলা আইজীবি সমিতির সভাপতি এ্যাড. শাহ আলম, ফদিপুরের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার আব্দুল আলিম, ফরিদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি খলিলুর রহমান সরকার, পার্শ্বডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহার আলী, হাদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা, ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সরোয়ার, লক্ষিপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ আনোয়ার, মূলগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বাকি বিল্লাহ, ভাঙ্গুড়া পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল, জেলা পরিষদ সদস্য আসলাম আলী, জেলা পরিষদ সংরক্ষিত সদস্য গুলশান আরা লিপি,ভাঙ্গুড়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন ছবি, সাধারণ সম্পাদক আব্দুর রহমান প্রধান, ভাঙ্গুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, ভাঙ্গুড়া থানা ইনচার্জ মাসুদ রানা, ভাঙ্গুড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আলী প্রমূখ। উক্ত ফাইনাল নৌকা বাইচ দেখার জন্য হাটগ্রাম সোনালী সৈকতে হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। নৌকা বাইচ প্রতিযোগিতায় ধারা বর্ণনায় ছিলেন আশরাফুল আলম, প্রভাষক আনোয়ার হোসেন ও আলতাফ হোসেন সিফাত।