সাঁথিয়া প্রতিনিধিঃ
পাবনার সাঁথিয়ায় জিংক সম্মৃদ্ধ ব্রি ধান ৬২ কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকালে উপজেলার আর.আতাইকুলা ইউনিয়নের চরপাড়া গ্রামের মাঠে কৃষি কর্মকর্তারা ধান কর্তন ও মাড়াই করেন।
চরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে কৃষকদের আয়োজনে ও ভি.আর.ডি.এস- হারভেষ্ট প্লাস এর বাস্তবায়নে স্থানীয় কৃষক মোঃ ইদ্রিস আলীর সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে কৃষকদের মাঝে বক্তব্য দেন সাঁথিয়া উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মোঃ ফারুক হোসেন চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য দেন হারভেষ্ট প্লাস এর মোঃ সাইফুল ইসলাম এ,আর,ডি,ও, এবং ভি.আর,ডি.এস এর শহিদুল ইসলাম এ,ডি,এ, কো-অডিনেটর, শরিফুজ্জামান প্রোগ্রাম ম্যানেজার, মোঃ মুক্তার হোসেন প্রোগ্রাম ম্যানেজার ঢাকা, ইউপি সদস্যা মোছাঃ নাসিমা খাতুন, কৃষক শাহজাহান আলী, রাজা, ছাত্তার, নজরুল প্রমুখ। এসময় কর্মকর্তারা কৃষকদের মাঝে জিংক সম্মৃদ্ধ ব্রি ধান ৬২ এর চাষ, জিংকের প্রয়োজনীয়তা, জাত উদ্ভাবনের ইতিহাস, প্রচলিত অন্যান্য জাতের তুলনায় জিংক ধানের উৎকর্ষতা, ক্ষতিকর পোকামাকড় রোগবালাই দমন পদ্ধতি, ফসল কাটা, মাড়াই ও সংরক্ষণ সম্পর্কে বিশাদ আলোচনা করেন। এর আগে কর্মকর্তারা জিংক ধানের প্রদর্শনী প্লট থেকে ধান কর্তন করেন।