সলঙ্গায় মহাসড়কের দক্ষিণে চলছে কৃষি জমিতে অবৈধ পুকুর খনন

সিরাজগঞ্জ প্রতিনিধি :
নীতিমালা লঙ্গন করে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু টু সিরাজগঞ্জ রোডের মহাসড়কের দক্ষিণে চলছে কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খনন।
গতকাল শুক্রবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, সলঙ্গার হাটিকুমরুল ইউনিয়নে বঙ্গবন্ধু সেতু-সিরাজগঞ্জ রোডের হানিফ হাইওয়ে রেস্টেুরেন্টের দক্ষিণে মহাসড়ক সংলগ্ন এই বছরে জুন মাসে ধোপাকান্দি গ্রামের হাজী সাত্তার আলী পুত্র ইটের ভাটা ব্যবসায়ী আল আমিন ও আব্দুল কাফি অবৈধভাবে ৩ ফসলী কৃষিতে ১৪ একর কৃষি জমিতে ২টি পুকুর খনন সম্পন্ন করেছে। বর্তমানে ঐ ২টি পুকুরে দক্ষিণ পার্শ্বে ৭ একর জমিতে আরেকটি কৃষি জমিতে পুকুর খনন করছে।
এই বিষয়ে কৃষি জমির মালিক আব্দুল কাফি বলেন, আমার কৃষিতে জমিতে আমি পুকুর খনন করব তাতে সরকারের বা আপনার কি? আমি আমার জমিতে পুকুর খনন করছি। পুকুর খননে কোন সরকারের অনুমতি লাগবে না।
উল্লাপাড়া উপজেলা এ্যাসিল্যান্ড মো: মাহবুব হাসান বলেন, কৃষি জমিতে পুকুর খনন করতে হলে অবশ্যই সরকারি নীতিমালা অনুযায়ী করতে হবে। কেউ নীতিমালা ভঙ্গ করলে তাকে আইনের আওতায় আনা হবে। এই পুকুর খনন বিষয়টি আপনার নিকট থেকে জানতে পারলাম অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার বলেন, পুকুর খননের বিষয়টি আমি জানতে পেরেছি আমি অবশ্যই এর ব্যবস্থা গ্রহণ করব।