পাবনায় তারুণ্যের ঐক্যের সৌজন্যে শিক্ষার্থীদের ফ্রি ব্লাড গ্রুপিং

সোহেল রানা ঃ ‘এসো মিলি ভ্রাতৃত্বের বন্ধনে, আমাদের একতা দেশের কল্যাণে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজের সুবিধা বঞ্চিত, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে গত ৪ মার্চ ২০১৯ তারুণ্যের ঐক্যের যাত্রা শুরু করে। যাত্রার শুরু থেকেই আতœ মানবতার সেবায় একটি সামাজিক ও সেবামূলক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির মাধ্যমে দরিদ্র, অসহায়, এতিম, সুবিধা বঞ্চিত মানুষের জন্য সব সময় বিভিন্ন কর্মসূচির আয়োজন করে থাকে। যেমন সুবিধা বঞ্চিত শিশুদের ঈদুল ফিতর ও ঈদুল আযহা উপলক্ষে ঈদ সমাগ্রী উপহার দেয়া হয় এবং শীতের সময় অসহায় শিশুদের মাঝে শীতবন্ত্রসহ গরম কাপড় দেয়া হয়। তারুণ্যের ঐক্য একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার ৩ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত পুরান কুঠিপাড়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে তারুণ্যের ঐক্যের সৌজন্যে ফ্রি ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহাগ হোসেন, তারুণ্যের ঐক্যের চেয়ারম্যান কামরুজ্জামান তানিম, সভাপতি মনিরুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক মোঃ জীবন, সাংগঠনিক সম্পাদক সোহেল হোসেন এবং স্বেচ্ছাসেবক দলের সদস্য রফিকুল ইসলাম, সুমাইয়া, জলিল, স্বাধীন, রিফাত প্রমূখ।