জেলা পরিষদের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা সেলিমের কবর সংস্কার

সোহেল রানা ঃ ১৯৭১ সালে ২৭ নভেম্বর সকাল ১১ ঘটিকার সময় স্বাধীনতা যুদ্ধে পাকহানাদার বাহিনী ও তাদের দোসর কর্তৃক সম্মুখ যুদ্ধে সাবেক বিমান বাহিনীর সদস্য শহীদ বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন সেলিম পাবনা সদর উপজেলার হিমায়েতপুর ইউনিয়নের শানির দিয়ার সিফাত উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পাশে নিহত হয়। প্রত্যক্ষ দর্শিরা ঘটনা স্থলেই তাকে কবর দেন। দীর্ঘদিন যাবত তার কবরটি অযতœ অবহেলায় পরেছিল। বাঙালী জাতির এই সূর্য সন্তানের কবর পাবনা জেলা পরিষদের অর্থায়নে প্রকল্প পরিকল্পনাকারী ও ৫নং সংরক্ষিত সদস্য জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড. কানিজ ফতেমা পুতুলের সার্বিক ব্যবস্থাপনায় শহীদ বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন সেলিমের কবরটি সংস্কার ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা হয়েছে।