আলীকদমে পল্লী চিকিৎসক এসোসিয়েশনের প্রথম প্রতিষ্ঠা বর্ষিকী পালিত

হাসান মাহমুদ, আলীকদম (বান্দরবন) প্রতিনিধি,
বান্দরবানের আলীকদমে পল্লী চিকিৎসক এসোসিয়েশনের প্রথম প্রতিষ্ঠা বর্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার বিকেল তিনটায় আলীকদম বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠানটি পালিত হয়। পল্লী চিকিৎসক সরোয়ার আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিভিন্ন আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলীকদম থানার অফিসার্স ইনচার্জ কাজী রকিব উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন, আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিন, আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ রোমান মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ধুংড়ি মার্মা প্রমূখ।
পল্লী চিকিৎসক এসোসিয়েশনের প্রতিষ্ঠা বর্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে রোগীরা প্রথমে পল্লী চিকিৎসকদের কাছেই যায়। সুতরাং পল্লী চিকিৎসকদের অনেক দূরদর্শীতার সাথে কাজ করতে হবে। এছাড়াও রোগীরা যেন কোন ভূল চিকিৎসা না পায় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।