মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ রাজনগরে জেলা তথ্য অফিসের উদ্যাগে গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্পের আওতায় রাজনগর, মশাজান সরকারি প্রাথমিক বিদ্যালয় কামারচাকে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ ১ অক্টোবর। শেখ মোঃ বসারত আলী এর সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন- জেলা তথ্য কর্মকর্তা মোঃ আব্দুছ ছাত্তার। আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- কামারচাক ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নাজমুল হক সেলিম, উপজেলা শিক্ষা অফিসার মাহমুদ হোসাইন, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব। অনুষ্ঠানে প্রায় এক শতাধিক মহিলা উপস্থিত ছিলেন। বক্তারা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, স্যানিটেশন, নারী ও শিশুর উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য বিমোচন, আত্মকর্মসংস্থান অবকাঠামো উন্নয়ন সরকারের সাফল্য,অর্জন ও উন্নয়ন ভাবনাসহ প্রধান মন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ, মাদক,সন্ত্রাস,জঙ্গীবাদ বিষয়ে আলোচনা করেন।