এস এম আলম, ১ অক্টোবর: ভারী বর্ষনে পদ্মার পানি আরো ১৪.২৭ সেন্টিসিমটার বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফারাক্কার সবকটি গেট খুলে দেয়ায় গত ২৪ ঘন্টয় পদ্মার পানি ১৪.২৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে । পানি বৃদ্ধির কারনে পাবনার ঈশ্বরদীর কামালপুর , লক্ষিকুন্ডা, দাদাপুর, বিলকাদা, সদরের চর ঘোষপুর, সাদিপুর ও সুজানগর উপজেলার নাজিরগঞ্জ, হাসামপুর, নরখাপুর সহ আন্ত: ২০ গ্রামের বিপুল পরিমনি সবজী সহ উঠতি ফসল তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ১০ হাজার মানুষ। পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ১০ হাজার মানুষ । তবে উত্তরাঞ্চলীয় পানি পরিমাপ বিভাগ নির্বাহী প্রকৌশলী কে এম জহুরুল হক জানায় এ বন্যা উজানে বৃষ্টির কারনে হয়েছে। জলবায়ু পরিবর্তন জনিত কারণে উজানে ব্যপক বৃষ্টিপাতের পানি গঙ্গা নদীর মাধ্যমে বঙ্গোপসাগরে প্রবাহিত হচ্ছে। এটা স্বল্প মাত্রার বন্যা বলে জানান । পাবনায় সেচ ও পল্লী উন্নয়ন প্রকল্প এর ১৫৮ কিমি বাঁধ রয়েছে যার ফলে পাবনা শহরবাসী সর্ম্পূণভাবে নিরাপদ ।