অস্ত্র মামলার আসামী মনির বিরুদ্ধে সাক্ষীদের জীবন নাশের হুমকির অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ র‌্যাবের অস্ত্র মামলার আসামী নামধারী যুবলীগ নেতা মনিরুল ইসলাম মনির বিরুদ্ধে মামলার সাক্ষীদের জীবন নাশের হুমকি প্রদানের অভিযোগ পাওয়া গেছে। পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের মালিগাছা মধ্যপাড়া গ্রামের বাসিন্দা অস্ত্র মামলার জব্দ তালিকার স্বাক্ষী সেলিম গত রোববার পাবনা সদর থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করেছে।
মামলার এজাহার সুত্রে জানা যায়। গত বছরের ৭ জুন রাতে পাবনা র‌্যাব-১২ এর একটি টিম অভিযান চালিয়ে মনির বসত বাড়ীর শয়ন কক্ষ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি এবং দেশি বিদেশী অত্যাধুনিক ধারালো অস্ত্র উদ্ধার করে। পর দিন ৮ জুন র‌্যাব-১২ এর ডিওডি গোলাম রব্বানী বাদী হয়ে মনির বিরুদ্ধে অস্ত্র আইনে অভিযোগ এনে পাবনা সদর থানায় একটি মামলা দায়ের করে। মামলা নং-২৭। এ মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে মনির বিরুদ্ধে অস্ত্র আইন অভিযোগ এনে আদালতে চার্জশীট দাখিল করেছেন। চার্জশীট দাখিলের পর মনি আদালতে আত্মসমর্পন করে। মামলাটি বর্তমানে পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারধীন রয়েছে। অস্ত্রবাজ মনি আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে রাতের বেলা এলাকায় তার ক্যাডার বাহিনী নিয়ে অস্ত্র সস্ত্রসহ সন্দেজনকভাবে ঘোরাফেরা করছে এবং মামলার জব্দ তালিকার স্বাক্ষীদের জীবন নাশের ভয়ভীতি ও হুমকি প্রদান করছে। গত ২৮ সেপ্টেম্বর রাত ১২ টার দিকে মনির ক্যাডার মামুন এবং ৩/৪ অজ্ঞাত সেলিমের বাড়িতে আক্রমণ করতে যায়। সেলিম এ বিষয়ে টের পেয়ে তার আত্মীয় স্বজনসহ চিৎকার দিলে মামুনসহ ৩/৪ জন অজ্ঞাত বিভিন্ন দিক দিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয় জনতা মামুনকে সনাক্ত করতে সক্ষম হয়। এরপর সেলিম এ বিষয়ে অভিযোগ এনে গত রোববার বিকেলে পাবনা সদর থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।