নাজিম হাসান,রাজশাহী থেকে :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে শ্লীলতাহানীর চেষ্টার ঘটনায় চার দফা দাবি জানিয়ে বিক্ষোভ করেছে রাবির শিক্ষার্থীরা। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা বৃষ্টির মধ্যে একটি বিক্ষোভ মিছিল নিয়ে সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সামনে এসে পথসভায় মিলিত হন। এবং পথসভা শেষে উপাচার্য বরাবর চার দফা দাবি জানিয়ে প্রক্টর অধ্যাপক লুৎফর রহমানের কাছে একটি স্মারকলিপি জমা দেন শিক্ষার্থীরা। এসময় তাদের দাবিগুলো হলো, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী চার্জশীট প্রদান থেকে শুরু করে দোষীর শাস্তি নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত সকল আইনি প্রক্রিয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন নজরদারি করা,যৌন নিপীড়ন ভাইয়ের পক্ষে নির্লজ্জ সাফাই গাওয়া,নিপীড়িত শিক্ষার্থী নামে কুৎসা রটানো জন্য বিথীকা বণিকাকে জনসম্মুখে নিঃশর্ত ক্ষমা চাইতে প্রশাসন পক্ষ থেকে চাপ দেয়া, যৌন হয়রানি প্রতিরোধ সেলকে কার্যকর করতে হবে পাশাপাশি সকল বিভাগ ও ক্যাম্পাসে প্রচারণা চালানো,বিশ্ববিদ্যালয় প্রশাশনকে প্রতিটি শিক্ষার্থী নিরাপত্তা নিশ্চিত করা। উল্লেখ্য,গত ২৪ সেপ্টেম্বর বিনোদপুর এলাকার যোজক টাওয়ারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেছা হলের প্রাধ্যক্ষ বিথীকা বণিকের বাসায় যৌন হয়রানি শিকার হয় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক ছাত্রী। এ ঘটনায় শিক্ষক বিথিকা বণিকের ভাই অভিযুক্ত শ্যামল বণিককে পুলিশ আটক করেন। এবং শিক্ষার্থীরা পরেরদিন প্রাধ্যক্ষ পদ থেকে অব্যাহতি চেয়ে বিক্ষোভ করলে গত ২৭ সেপ্টেম্বরে প্রশাসন বিথিকা বণিককে তার প্রাধ্যক্ষ পদ থেকে অব্যহতি দেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।