মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ মৌলভীবাজার বিআরটিএ অফিসে তত্বাবধানে মোটর ড্রাইভিং লাইসেন্স এর ব্যবহারিক পরিক্ষায় অন্যজনের প্রক্সি দেওয়ার দায়ে সদর উপজেলার মাসকান্তি গ্রামের আরশদ আলীর ছেলে লিপন মিয়া (৩৪) নামক এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে গত ২৫ সেপ্টেম্বর। সূত্রে জানা যায়- গত ২৫ সেপ্টেম্বর বুধবার মোটর যান ড্রাইভিং লাইসেন্স এর ব্যবহারিক পরীক্ষা চলছিলো। পরীক্ষা চলাকালীন সন্ধ্যা সাড়ে সাতটায় রোল নম্বর (১৬৭) মোঃ সাফিউল আলম, পিতা কামরুল মিয়া নামের এক পরীক্ষার্থীর পরিবর্তে লিপন মিয়া হালকা যান পরীক্ষায় অংশ নেয়। এসময় তাকে সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদ করে সঠিকভাবে কোন উত্তর পাওয়া যায় নি। পরীক্ষায় দায়িত্বরত পুলিশ তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা তাকে ১ দিনের কারাদন্ড প্রদান করেন।