জুয়ার আসর ক্যাসিনো চালানোর অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়াকে গ্রেফফতার করেছে র্যাব।
বুধবার (২৫ সেপ্টেম্বর) গভীর রাতে লোকমান হোসেনের তেজগাঁওয়ের মনিপুরী পাড়ার বাসায় অভিযান চালায় র্যাব-২ এর সদস্যরা। এসময় তার বাসা থেকে বেশ কয়েক বোতল অনুমোদনহীন বিদেশি মদ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত লোকমান একসময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন।
র্যাব-২-এর কমান্ডিং অফিসার লে. কর্নেল আশিক বিল্লাহ বলেন, আমরা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লোকমানকে গ্রেফতার করেছি। আমাদের কাছে তথ্য ছিল তার বাসায় ক্যাসিনো বাণিজ্যের বিপুল পরিমাণ অর্থ রয়েছে। তিনি মোহামেডান ক্লাবের কয়েকটি রুম ক্যাসিনোর জন্য ভাড়া দিয়েছিলেন। অভিযান শুরু করতে একটু দেরি হয়ে যায়। এই সুযোগে তিনি হয়তো টাকা-পয়সাসহ অন্যান্য অবৈধ জিনিস সরানোর সুযোগ পেয়েছে। সার্বিক বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান তিনি।