লালমনিরহাটে মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার

লালমনিরহা প্রতিনিধি॥ লালমনিরহাটের কুলাঘাট বিশেষ ক্যাম্প বিজিবি ব্যাপক পরিমানের ভারতীয় গাঁজা উদ্ধার করেছে। তবে কাউকে গ্রেফতার করতে পারেনি বিজিবি সদস্যরা। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর ব্যাবস্থাপনায় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানানো হয়। এর আগে ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার গভীর রাতে কুলাঘাট ইউনিয়নের শিবেরকটি নামক স্থান থেকে ৫টি বস্তায় ৬১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকার উর্দ্ধে। সংবাদ সম্মেলনে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আনোয়ার-উল-আলম বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করায়, বিজিবি মহাপরিচালক, রিজিয়ন কমান্ডার এবং সেক্টর কমান্ডার রংপুর উক্ত ঘোষনার সাথে একাত্মতা পোষনসহ সময় সময় বিশেষ নির্দেশনা প্রদান করেছেন। এরই ধারাবাহিকতায় লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আনোয়ার-উল-আলম, বিজিবিএম, পিবিজিএম এর ব্যক্তিগত উদ্যোগ, বিশেষ নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে বিজিবি সদস্যগন সীমান্তে মাদক বিরোধী অভিযান অব্যহত রাখে। সংবাদ সম্মেলনে লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর , পুলিশ সুপার এসএম রশিদুল হক, বিজিবি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।