গুরুদাসপুরে দুই মাথা, এক হাত এক পা বিশিষ্ট যমজশিশুর জন্ম

গুরুদাসপুর প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে দুই মাথা, এক হাত ও এক পা বিশিষ্ট অদ্ভুদ আকৃতির যমজ শিশুর জন্ম দিয়েছেন রুপালি বেগম (২৫) নামের গৃহবধু। গুরুদাসপুর পৌর সদরের নারায়নপুর মহল্লার আমির হামজার স্ত্রী রুপালি।
স্থানীয় হাজেরা ক্লিনিক এন্ড ডায়গনষ্টিক সেন্টারের চিকিৎসক ডা. আমিনুল ইসলাম সোহেলের সফল অপারেশনের মাধ্যমে ওই যমজশিশু দুনিয়ার আলো দেখতে পায়। যমজশিশুর একজন ছেলে বোঝা গেলেও অপরজনের কোনো লিঙ্গই বোঝা যাচ্ছেনা।
যমজশিশুটির নাক, মুখ, কান, প্রাণ আলাদা হলেও দুই মাথা, এক হাত ও এক পা বিশিষ্ট। একজনের পেটের সাথে আরেকজনের বুক জোড়া লেগে আছে। অদ্ভুদ আকৃতির এই শিশুটিকে এক নজর দেখতে দুদিন ধরে ক্লিনিকের সামনে শতশত লোকের ভিড় জমে।
রুপালির স্বামী আমির হামজা জানান, বিয়ের এক বছর পর এটাই তাদের প্রথম সন্তান। প্রসব ব্যাথার কারণে উপজেলার হাজেরা ক্লিনিকে তার স্ত্রীকে ভর্তি করান। রোববার বিকেল সাড়ে ৪টায় ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক ডা. আমিনুল ইসলাম সোহেল তার অপারেশন করেন।
হাজেরা ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক ডা. আমিনুল ইসলাম সোহেল জানান, অপারেশনের পর শিশু ও শিশুর মা দুজনই সুস্থ্য আছেন।