নেই কেবল চিঠির আদান-প্রদান

মনের ভাব প্রকাশের মাধ্যম হিসেবে এক সময় চিঠির ব্যাপক প্রচলন ছিল । মানুষ তার প্রিয়জনের কাছে চিঠি লিখতো। প্রিয় মানুষটির হাতের লেখা একটি চিঠির অপেক্ষায় দিনের পর দিন প্রহর গুনতো। হঠাৎ সাইকেলে চড়ে বাড়ির আঙ্গিনায় রঙ্গীন খামের চিঠি নিয়ে পোস্ট অফিসের পিয়ন এসে হাজির হতো। প্রিয়জনের লেখা  সে চিঠিটা বাব বার পড়েও যেন  মন তৃপ্ত হতো না। বর্তমানে আধুনিক তথ্য প্রযুক্তির ব্যাপক প্রসারের ফলে মানুষ আর এখন চিঠি লেখার প্রয়োজন অনুভব করছে না। চিঠির বদলে মোবাইল ফোন ও ইন্টারনেটের মাধ্যমে নিজেদের মাঝে যোগাযোগ রক্ষা করে চলেছেন। দেশের প্রতিটি উপজেলায় একাধিক পোস্ট অফিস থাকলেও নেই কেবল চিঠির আদান-প্রদান।  কথা ও ছবি– মো. মনিরুজ্জামান ফারুক