স্টাফ রিপোর্টার ঃ পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ বলেছেন, পাবনার ঐতিহ্যবাহী ইছামতি নদী সচল করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা করা হচ্ছে। অচিরেই ইছামতি নদী সচল হবে। ইতিমধ্যে ইছামতি নদীর উৎস মুখ চর শিবরামপুর এলাকা থেকে তিনটি অবৈধ ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে এবং দ‘ুটি বাঁধ কেটে দেওয়া হয়েছে। নদীর পানি বৃদ্ধির সাথে সাথে চর শিবরামপুর স্লুইজ গেট দিয়ে পানি প্রবেশ করা শুরু করেছে। ইছামতি নদী খননের জন্য অর্থ বরাদ্দ আসলে নদী খনন করা হবে। পাবনাবাসীর প্রাণের দাবী পুরণ হবে । গতকাল বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিঁনি উপরোক্ত কথাগুলো বলেন। অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মোঃ মোখলেছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পাবনার নির্বাহী প্রকৌশলী কে এম জহুরুল হক, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি ইছামতি নদী উদ্ধার আন্দোল পাবনার কার্যকরী সদস্য আব্দুল মতীন খান, উপদেষ্টা সদস্য মাহবুব উল আলম মুকুল এবং সভাপতি এস এম মাহবুব আলম। সভায় এ.এস.পি ( হেডকোটার) ফিরোজ হোসেন, এলজিইডি নির্বাহী প্রকৌশলী এ.কে.এম বাদশা মিয়া,সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা জয়নাল আবেদিন, সুজানগর উপজেলা নিবার্হী কর্মকর্তা সুজিৎ দেবনাথ, সাঁথিয়া উপজেলা নিবার্হী কর্মকতা আব্দুল হালিম , বাপাউবো সহকারী পরিচালক মোশাররফ হোসেন, বেড়া এসিল্যান্ড রওশন আলী, চাটমোহর এসিল্যান্ড ইফতেখায়রুল ইসলাম, ভাঙ্গুড়া এসিল্যান্ড রবিউল ইসলাম,ঈশ্বরদী এসিল্যান্ড মমতাজ মহল, সুজানগর এসিল্যান্ড রানুয়ারা খাতুন সহ বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।