গুমানী নদীতে ৩ দিন ব্যাপি ঐতিহ্যবাহী নৌকা বাইচের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি:সবুজ বাংলা,সোনার তরী, জয়বাংলা,সোনার বাংলা বিভিন্ন বাহারী নামের নৌকাগুলি গুমানী নদীতে দিচ্ছে টহল। নৌকার মাঝিমাল্লাদের মুখে নানান ধরণের লোকজ জারি গান । নদীর দুই তীরে হাজরো দর্শকের ভীড়। কেউবা নদীর মধ্যে নৌকা নিয়ে করছে এদিক ওদিক ঘুরাঘুরি। কেউবা তাদের ইচ্ছা মতো তাদের ছোট্ট নৌকাটি সাজিয়েছে মনের মতো করে। এ যেন এক মনোরম দৃর্শ্য। তাদের গভীর অপেক্ষা যে, কখন শুরু হবে বহুল আকংখিত নৌকা বাইচ ।

পাবনার ভাঙ্গুড়া উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত গুমানী নদীর চরভাঙ্গুড়া ঘাট এলাকার এমন দৃর্শ্য ছিল চোখে পড়ার মতো। বৃহস্পতিবার বিকালে চরভাঙ্গুড়া এলাকার গুমানী নদীতে গিয়ে এমনই এক সাড়া জাগানো নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। গ্রামীণ জনতা এই নৌকা বাইচ উপলক্ষ্যে যেন ক্ষণকালের জন্য হলেও সকল ভেদাভেদ ভুলে তারা একাকার হয়েছিল।

এমনি পরিবেশের মধ্য দিয়ে পাবনার ভাঙ্গুড়ায় গুমানী নদীর চরভাঙ্গুড়া এলাকায় ৩ দিন ব্যাপী ঐতিহ্যবাহী নৌকা বাইচের উদ্বোধন করা হয়েছে। ভাঙ্গুড়া ইউপি চেয়ারম্যান মোঃ বেলাল হোসেন খান কর্তৃক এই নৌকা বাইচের আয়োজন করেন।

প্রথম দিনে সবুজ বাংলা,সোনার তরী, জয়বাংলা,সোনার এ চারটি নৌকা প্রতিদ্বদ্বিতা করে। এতে প্রধান অতিথি ছিলেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য ও ভুমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন। বিশেষ অতিথি হিসেরে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বাকী বিল্লাহ। নৌকা বাইচ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ সাইদুল ইসলাম,  সাংবাদিক ও বিভিন্ন স্তারের সাধারণ জনতা।