কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দায় সামাজিক সমস্যা বিরোধী এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বরুয়াকোনা সাধু ফ্রেডারিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সামাজিক সমস্যা বিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনার জেলা প্রশাসক মঈনউল ইসলাম। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নেত্রকোনার পুলিশ সুপার মো. আকবর আলী ম্নুসি, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি চন্দন বিশ্বাস, কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজহারুল করিম প্রমুখ।
সামাজিক সমস্যা বিরোধী সমাবেশের প্রধান অতিথি নেত্রকোনার জেলা প্রশাসক মঈনউল ইসলাম উপস্থিত সকলকে সামাজিক অসঙ্গতি দূর করতে শপথ বাক্য পাঠ করান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন জানান, মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সেবন, বাল্য বিবাহ, যৌতুক. ইভটিজিং, নারী নির্যাতন, জুয়া, দুর্নীতি, সংঘর্ষ-সংঘাত মানবপাচার, চোরাচালান, ভিক্ষাবৃত্তিসহ সামাজিক নানা সমস্যা নিরসনের লক্ষ্যে এ সামাজিক সমস্যা বিরোধী সমাবেশের আয়োজন করা হয়েছে।