মোঃ হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও বসতবাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। গত শনিবার দিবাগত রাতে উপজেলা ফঁতেখা গ্রামে ঘটনাটি ঘটেছে। জানা গেছে, গত বুধবার উপজেলার ফঁতেখা গ্রামের আলম মিয়ার ছেলে রুবেল মিয়াসহ আরও অজ্ঞাতনামা ২ হতে ৩ জন যুবক উদয়ন প্রি-ক্যাডেট স্কুল কিছু খাদ্য সামগ্রী চুরি করে নিয়ে বামনডাঙ্গা-সুন্দরগঞ্জ সড়কের উঠলে অটোচালক শাজাহান মিয়া চোর সন্দেহে তাদেরকে আটক করে। উভয়ের মধ্যে কত কাটাকাটির একপর্যায় একই গ্রামের আকালু শেখের ছেলে ফুল মিয়া ঘটনাস্থলে উপস্থিত হয় এবং চুরি করে নিয়ে আসা মালামালসহ উদয়ন প্রি-ক্যাডেটে তাদেরকে নিয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার দিবাগত রাতে রুবেল ও তার ভাই রনি মিয়া কিছু সংখ্যক বখাটে যুবক ছেলেকে সঙ্গে নিয়ে ফুল মিয়ার বসত বাড়িতে হামলা চালিয়ে বসতবাড়ি ভাংচুর করে। এতে ৫ জন আহত হয়। আহতরা হলেন, ফুল মিয়া, মেনেকা বেগম, মুক্তা বেগম, মনি আক্তার ও ফারজানা আক্তার। আহতদের মধ্যে মুক্তা বেগমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এনিয়ে মামলা প্রস্তুতি চলছে।