নাটোর প্রতিনিধি
বাংলাদেশ ব্যাংক রাজশাহী অফিসের আয়োজনে নাটোরের গুরুদাসপুরে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
সোনালী ব্যাংক লি. গুরুদাসপুর শাখার ম্যানেজার (পিও) লিটন কুমারের সভাপতিত্বে রোববার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ওই ওয়ার্কশপে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের অনুপস্থিতিতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদ হাসান খান।
এছাড়া জালনোট চিহ্নিতকরণ ও প্রতিরোধ সম্পর্কিত প্রাথমিক ধারণা ও তা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বিশেষ অতিথি বাংলাদেশ ব্যাংক রাজশাহীর উপ-পরিচালক তমন কুমার মন্ডল। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. গোলাম মোস্তফা ছাড়াও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, সরকারি বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।