চাটমোহরে জাতীয় স্কুল ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা) প্রতিনিধি ঃ
পাবনার চাটমোহরে ৪৮তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টায় চাটমোহর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের নিস্বজ (বালুচর ঐতিহাসিক খেলার মাঠ) খেলার মাঠে স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়ার আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মগরেব আলী।
এ সময় উপস্থিত ছিলেন, চাটমোহর টেকনিকেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আঃ রহিম কালু, বিলচলন দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাব হোসেন, প্রধান শিক্ষক তাপস রঞ্জন তলাপাত্র, চাটমোহর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ইমদাদুল হক কাফি, চাটমোহর টেকনিকেল কলেজের শিক্ষক মোঃ রাঙ্গা হোসেন, মোঃ মহসীন আলী ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা।

খেলায় প্রধান পরিচালকের দায়িত্ব পালন করেন, মোঃ মোক্তার হোসেন খাঁন তাঁর সহকারি পরিচালক হিসেবে ছিলেন আঃ মমিন ও গমেজ পাল।

উদ্বোধনী খেলায় চাটমোহর টেকনিকেল স্কুল এন্ড কলেজ টাইফিকারে ৪-৩ গোলে ফৈলজানা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে।