বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে মোটরসাইকেল
দূর্ঘটনায় গুরুতর আহত তরুণ ব্যবসায়ী শরীফুর রহমান উরফে কালা মিয়া (২৪)’কে
উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার প্রস্ততি চলছে। বর্তমানে তিনি
সিলেট নগরীর ইবনে সিনা হাসপাতালের আইসিইউ’তে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন
রয়েছেন। শরীফুর রহমান (কালা মিয়া) বিশ্বনাথ উপজেলা সদরস্থ আল-হেরা শপিং
সিটির রিপা জুয়েলার্সের স্বত্তাধিকারী ও উপজেলার রামপাশা ইউনিয়নের
পুরানগাওঁ গ্রামের মৃত রফিজ আলীর পুত্র।
জানা
গেছে- শরীফুর রহমান (কালা মিয়া) মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টায়
মোটরসাইকেলে যোগে রশিদপুর থেকে বিশ্বনাথ উপজেলা সদরে আসার পথে কারিকোনা
এলাকায় (পল্লী বিদ্যুতের সাবেক অফিসের সামনে) বালুর টেকির সাথে ধাক্কা লেগে
মোটরসাইকেল থেকে তিনি ছিটকে পড়েন। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার
করে সিলেট ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তামানে তিনি ওই হাসপাতালের
আইসিইউ’তে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশংকাজনক। উন্নত
চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তরের প্রস্ততি চলছে বলে আজ বেলা ২টায়
জানিয়েছেন শরীফুর রহমানের বড় ভাই ও আল-হেরা মার্কেটের হ্যাপি জুয়েলার্সে’র
স্বত্তাধিকারী মনির মিয়া।