ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
‘শেখ হাসিনার নেতৃত্বে কৃষিতে আজ দেশে বিপ্লব সাধিত হয়েছে। কৃষিবিদদের কঠোর পরিশ্রমের ফলেই বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসস্পূর্ণ। এখন দেশে কেউ আর না খেয়ে থাকে না।’ মঙ্গলবার বিকেলে ঈশ্বরদীর মুলাডুলিতে ৫ দিন ব্যাপী ১১তম বৃক্ষমেলার উদ্বোধনকালে সাবেক ভূমিমন্ত্রী, ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফ এমপি একথা বলেন। মুলাডুলি বাজার মুক্তমঞ্চ প্রাংগণে আয়োজিত বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেয়ারম্যান সেলিম মালিথা। এসময় শরীফ অনুষ্ঠানে উপস্থিত সকলকে গাছ লাগানোর আহব্বান জানিয়ে বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব হতে দেশ ও দেশের মানুষকে বাঁচতে হলে গাছ লাগানোর বিকল্প নেই। মুলাডুলি ইউনিয়ন পরিষদ, বাজার বণিক সমিতি, মৎস আড়ত সমিতি ও কাঁচাবাজার আড়ত সমিতির যৌথ আয়োজনে এই বৃক্ষ মেলার আয়োজন করা হয়েছে।
এসময় ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, ইউপি সদস্য আলম খান, ব্যবসায়ী মান্না সরদার, আমজাদ দেওয়ান, মহিলা আওয়ামী লীগ নেত্রী সোহাগী খানম, সাইমা বহুমূখি খামারের আব্দুল হাই আল হাদী, যুবলীগ নেতা রাজিবুল ইসলাম রনি, সালাউদ্দিন বিশ্বাস, সোহাগ খন্দকার, ছাত্রলীগ সম্পাদক বাপ্প্ িমালিথা প্রমূখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মুলাডুলি বৃক্ষমেলা এতদঞ্চলের মধ্যে বৃহত্তম। মেলায় বৃক্ষ ছাড়াও বিভিন্ন খাবার, ষ্টেশনারী সামগ্রী, শিশুদের খেলনাসহ বিনোদনের শতাধিক ষ্টল স্থান পেয়েছে। হাজার হাজার মানুষের মেলায় সমাগমে গ্রাম-বাংলার ঐতিহ্য ফুটে উঠেছে।
শেখ হাসিনার নেতৃত্বে কৃষিতে দেশে বিপ্লব সাধিত হয়েছে