বাংলাদেশ রেলওয়ের ট্র্যাক এবং সেতু রক্ষণাবেক্ষণ সম্পর্কিত কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী ॥ শনিবার সকালে পাকশী অফিসার্স ক্লাব চত্বরে ট্রেন দূর্ঘটনা ও সিডিউল বিপর্যয় প্রতিরোধে বাংলাদেশ রেলওয়ের ট্র্যাক এবং সেতু রক্ষণাবেক্ষণ সম্পর্কিত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । এক’শ বছরের মধ্যে প্রথম পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রকৌশল বিভাগের পক্ষ থেকে এ কর্মশালার আয়োজন করা হয়। পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রকৌশল বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারিরা কর্মশালায় অংশ নেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ,রেলপথ মন্ত্রনালয়ের সচিব মোফাজ্জেল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ,রেলপথ মন্ত্রনালয়ের উপসচিব আলতাফ হোসেন ও অতিরিক্ত মহাপরিচালক খোন্দকার শহিদুল ইসলাম। পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম হারুন-অর-রশীদের সভাপতিত্বে প্রধান প্রকৌশলী আল ফাত্তা মোঃ মাসুদুর রহমান,অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ট্র্যাক) আবু জাফর মিঞা ও পাকশীর ডি আর এম আহসান উল্লাহ্ ভূঁইয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য দেন। বক্তারা ভবিষ্যতে যাতে ট্রেন দূর্ঘটনা ও সিডিউল বিপর্যয় না হয় সে জন্য পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রকৌশল বিভাগে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারিদের কৌশল ও অভিজ্ঞতা ব্যক্ত করেন। উল্লেখ্য,বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের প্রকৌশল বিভাগে ট্র্যাক এবং সেতু রক্ষণাবেক্ষণ সম্পর্কিত এধরনের কর্মশালার আয়োজন করায় রেলওয়ে পরিবারের সদস্য ও অভিজ্ঞ মহলের মধ্যে প্রশংসিত হয়।