২য় পদ্মা সেতু বাস্তবায়নের দাবিতে পাবনায় মানববন্ধন

শফিক আল কামাল (পাবনা) ॥ ঐতিহ্যবাহী পাবনা জেলাসহ আশেপাশের জেলা সমুহের সার্বিক উন্নয়নে সেক্টর কমান্ডারস্ ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ পাবনা জেলা শাখা ও একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদ পাবনা জেলা শাখার উদ্যোগে রেল সংযোগসহ ঢালারচর/কাজিরহাট(পাবনা)- দৌলতদিয়া (রাজবাড়ি)-আরিচা (মানিকগঞ্জ) ত্রিমুখী ২য় পদ্মা সেতু বাস্তবায়নের দাবিতে বৃহস্পতিবার (২৯’আগস্ট) সকাল সাড়ে ১০টায় পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

সেক্টর কমান্ডারস্ ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ কেন্দ্রƒীয় নির্বাহী সদস্য ও পাবনা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ. স. ম. আব্দুর রহিম পাকন এর সভাপতিত্বে ও জেলা শাখার দপ্তর সম্পাদক সাংবাদিক শফিক আল কামাল এর সঞ্চালনায় বক্তব্য দেন সেক্টর কমান্ডারস্ ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ পাবনা জেলা শাখা সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মকবুল হোসেন সন্টু, শহীদ বুলবুল সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর কে বি এম নিশানুল হাবিব, শহীদ এম মনছুর আলী কলেজের অধ্যক্ষ আব্দুস সামাদ খান, দৈনিক সিনসা পত্রিকার সম্পাদক ও ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সভাপতি এস এম মাহবুব আলম, সেক্টর কমান্ডারস্ ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ পাবনা জেলা শাখার আইন বিষয়ক সম্পাদক এ্যাড. দেওয়ান মজনুল হক, সাহিত্য ও বিতর্ক ক্লাব পাবনার সভাপতি ড. মনছুর আলম, জেলা কৃষকলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, জেলা শ্রমিকলীগের সভাপতি ফোরকান আলী, শহীদ আহম্মদ রফিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. হেলেনা খাতুন, সেলিম নাজির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা আক্তার রোজী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আহম্মেদ শরীফ ডাবলু প্রমুখ।

বক্তারা বলেন পাবনাসহ আশেপাশের জেলা সমুহের সার্বিক উন্নয়নে ও রাজধানী ঢাকাসহ সারা দেশের সাথে যোগাযোগ সহজ করতে ২য় পদ্মা সেতুর বিকল্প নেই। কাজেই দাবি আদায়ে মানববন্ধনের মাধ্যমে পাবনা বাসিকে একত্রিত করে ঐকবদ্ধভাবে বিভিন্ন কর্মসুচি চালিয়ে যাওয়ার আহবান জানানো হয়।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সক্টর কমান্ডারস্ ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ পাবনা জেলা শাখার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম কামরুল ইসলাম ফুটু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মোমিনুর রহমান বরুণ, যুগ্ম-সম্পাদক মো. আশারাফ আলী, মো. আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান সাচ্চু, কোষাধ্যক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম সাচ্চু, দৈনিক সিনসা প্রত্রিকার নির্বাহী সম্পাদক আমিনুর রহমান খান, একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদ সদর উপজেলা শাখা’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলী জব্বার, সাংস্কৃতিক ঐক্যজোটের সভাপতি মো. আবুল কাশেম, পাবনা জেলার মুক্তিযোদ্ধাগণ, ব্যবসায়ী, আইনবিদ, সুধীজন, সামাজিক, রাজনৈতিক, সেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সহকারি অধ্যাপক, প্রভাষক, শিক্ষক ও শিক্ষার্থী প্রমুখ।