ভ্রাম্যমান প্রতিনিধিঃ
পাবনায় ঔষধ প্রশানের উদ্যোগে সুজানগরে মেয়াদ উত্তীন ঔষধসহ ডেঙ্গু রোগের প্রতিকার ও রোগ নির্ণয়ের ক্রীট বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ঔষধের দোকান থেকে মেয়াদ উত্তীর্ন ঔষধ উঠানো ও ন্যায্য মুল্যে ঔষধ বিক্রি বিষয়ে বিশাদ আলাচনা করা হয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সুজানগর বাজারে উপজেলার ঔষধ ব্যবসায়ী ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঔষধ জীবন রক্ষাকারী একটি বিশেষ উপাদান। যাহা একটি মুমুর্ষ রোগীকে জীবন রক্ষা করে। মেয়াদ উত্তীর্ন ঔষধ মানে বিষ, আর বিষ দিলে রোগীর মৃর্ত্য হয়। তাই বাজার থেকে মেয়াদ উত্তীর্ন ওষধ প্রতি সপ্তাহে দোকানে মনিটরিং করা ও সে ঔষধগুলি কোম্পানীকে ফেরৎ বা নষ্ট করে দেয়া। যখন কোন দোকানী বিক্রি করবেন তখন তাহার মেয়াদ বা তারিখ ভাল করে দেখে বিক্রি করতে বিষেশ ভাবে দিক নির্দেশনা দেয়া হয়। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি মেয়াদ উত্তীর্ন ঔষধ বিক্রি করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের ব্যবস্থা করা হবে বলেও জনানো হয়। দেশে ডেঙ্গু রোগের প্রতকার ও রোগ সনাক্ত করন ক্রীট ঔষধ প্রশাসনে প্রচুর মজুদ আছে। এ বিষয়ে গনসচেতনতা মূলক আরোচনা করা হয়। এ কিউ এম শামসুজ্জোহা বুলবুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার সুজীৎ দেবনাথ, প,প, কর্মকর্তা কামরুল কিবরিয়া, পাবনা ঔষধ প্রশাসন ও তত্বাবধায়ক কে এম মহসীনিন মাহবুব প্রমুখ।