সুজানগর (পাবনা) প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষার মানন্নয়ন করার লক্ষে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণের পাশাপাশি শিক্ষা বৃত্তি প্রদান করে শিক্ষার্থীদের পড়া-লেখার প্রতি অনুপ্রাণিত করছেন, মাননীয় প্রধানমন্ত্রী ভাবেন এক শিক্ষিত সমাজই পারে একটি শিক্ষিত দেশ গড়তে, আর আমি বিশ্বাস করি সেই দেশ বিশ্ব দরবারে মাথা উচুঁ করে দাঁড়াবেই। তিনি আরো বলেন তোমরাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলার যোদ্ধা, এ সরকারের ভিশন ২০৪১ এর স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে, এ লক্ষে প্রাথমিক কমলমতি শিক্ষার্থীদের জন্য সরকার দুপুরে টিফিনের ব্যবস্থা করছেন। পাবনার সুজানগরে এস এস সি ও প্রাথমিক সমাপনী পরিক্ষার ৫৮৮ জন কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান কালে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন। রোববার সকালে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথের সভাপতিত্বে বিষেশ অতিথির বক্তব্যদেন উপজেলা আ.লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম সামছুল আলম, আব্দুল জলিল বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা অফিসার ছাকমান আলী, অফিসার ইনর্চাজ (তদন্ত) হাদিউল ইসলাম, প্রাথমিক শিক্ষা (ভারপ্রাপ্ত) বিধান চন্দ্র ঘোষ, একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, পৌর আ.লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল, পৌর ছাত্রলেিগর সভাপতি এস এম সোহাগ হোসেন, এন এ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রেদওয়ান নয়ন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন দেলোয়ার হোসেন।