সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে পূর্ব শত্রুতার জের ধরে রাতের অন্ধকারে এক কৃষকের বাগানের প্রায় ৩৫০টি আম গাছ প্রতিপক্ষের দূর্বৃত্তরা কেটে ফেলেছে ।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের শিমুলডাঙ্গা গ্রামের কৃষক রফিক দিং ক্রয় সুত্রে প্রাপ্ত হয়ে গ্রামের পার্শ্বে প্রায় ৫০ শতক জমি দীর্ঘ ৪০/৪৫ বছর ধরে ভোগদখল করে আসছিল। তারা প্রায় ৪ বছর পুর্বে ওই সম্পত্তি একই গ্রামের সিদ্দিকুুর রহমান ইজারা নিয়ে সেখানে উন্নত জাতের আম গাছ লাগিয়ে বাগান তৈরী করেন। একই গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম ও এমরান আলীর লোকজন সম্প্রতি ওই সম্পত্তি জবর দখলের চেষ্টায় অপতৎপরতা চালিয়ে আসছিল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে চাপা উত্তেজনা চলছিল। বিষয়টি স্থানীয় ভাবে বেশ কয়েকবার আপোষ মিমাংসার উদ্যোগ নেয়া হলেও তা সমাধান হয়নি।
ঘটনার দিন গত শুক্রবার দিবাগত মধ্যে রাতে প্রতিপক্ষের লোকজন বাগানে প্রবেশ করে প্রায় ৩৫০ টি ৪ বছর বয়সের আম গাছ কেটে ফেলে। এতে ওই কৃষকদের প্রায় বেশ কয়েক লক্ষ টাকার সম্পদ ক্ষতি সাধন হয়েছে। এ বিষয়ে প্রতিপক্ষের এমরান আলীর সাথে ফোনে যোগাযোগ করা হলে ওই সম্পত্তি তারা একই দাতার নিকট থেকে রফিক গং এর পুর্বে ক্রয় করেছেন। বার বার তাগাদা দিলেও তারা জমির দখল না ছাড়ায় আম বাগান কেটে ফেলে সম্পত্তির দখল নিয়েছে বলে জানান । থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃআব্দুল হাই নিউটন জানান এ পর্যন্ত কোন অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন ।