ঈশ্বরদীতে জাতীয় শোক দিবসে শোককে শক্তিতে পরিণত করার অঙ্গিকার ব্যক্ত

স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী ॥ শোককে শক্তিতে পরিণত করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের দ্রুত বিচার নিশ্চিত করণ ও রাজাকার মুক্ত দেশ গঠণের অঙ্গিকারের মধ্য দিয়ে ঈশ্বরদীতে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বৃষ্টিকে উপেক্ষা করে পাকশী বিভাগীয় ব্যবস্থাপকের অফিস চত্বর ও আওয়ামীলীগ অফিসে ডিআরএম আহসান উল্লাহ ভূঁইয়া,পাকশী রেলওয়ে জেলা পুলিশ সুপার নজরুল ইসলাম,আওয়ামীলীগ নেতা হাবিবুল,বাবু মন্ডল,এনামুল হক,শ্রমিকলীগ নেতা ইকবাল হায়দার ও নজরুল ইসলামের নেতৃত্বে জাতীয়,শোক ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে শোক র‌্যালি বের করা হয়। অন্যদিকে ঈশ্বরদীতে এমপি শামসুর রহমান শরীফ,উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাস, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসাহক আলী ও অন্যান্য আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও এডিশনাল এসপি জহুরুল হকের পক্ষ থেকে পৃথক কর্মসুচি পালন করা হয়।