মাদক,সন্ত্রাস,জঙ্গীবাদ,দূনীর্তি ও ডেঙ্গমুক্ত বাংলাদেশ গড়তে সরকার বদ্ধ পরিকর –টুকু এমপি

সাঁথিয়া প্রতিনিধিঃ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ্যাড. শামসুল হক টুকু বলেছেন, মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, দূনীর্তি ও ডেঙ্গমুক্ত দেশ গড়তে সরকার বদ্ধ পরিকর । একটি মহল দেশের মঝে নানমুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের বিভ্রান্ত কথায় কোন লোক যাতে আইন হাতে তুলে না নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার আহবান জানান । মাদক ব্যক্তি পরিবার ও সমাজকে ধবংশ করে । যে কোন মূল্যে যুব সমাজকে মাদককের ভয়াল থাবা থেকে মুক্ত রাখতে হবে। ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। গতকাল শনিবার পাবনার সাঁথিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গ প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে সর্বস্তরের জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। সাঁথিয়া উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নিবার্হী অফিসার আব্দুল হালিমের সভাপতিত্বে আরো বক্তব্য দেন সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, আ’লীগ নেতা হাসান আলী খান, সাঁথিয়া থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন, আরএমও ডাঃ শাহিদ হাসান খান প্রমুখ।