দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর টিকড়িপাড়া গ্রাম থেকে শুক্রবার সকাল ৯টায় ফরহাদুল ইসলাম (২৩) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
ফরহাদুল ইসলাম ওই গ্রামের মোজাহার আলী ছেলে ও এক সন্তানের জনক ছিলেন। এ ঘটনায় ফরহাদুল ইসলামের স্ত্রী তৈয়বা বেগমকে (২১) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
প্রতিবেশীরা জানান, সকালে ফরহাদুল ইসলাম নিজ বাড়িতে মারা গেছেন এমন সংবাদ জানার পর থেকে ফরহাদুল মারা গেছেন না কি তাকে হত্যা করে স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে প্রচার চালানো হচ্ছে এ নিয়ে প্রতিবেশীদের মাঝে সন্দেহ ও সংশয় সৃষ্টি হয়। বিষয়টি থানা পুলিশকে জানানো হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়।
তারা আরও জানান, বেশ কিছুদিন থেকে ফরহাদুলের বাড়িতে একজন অপরিচিত ব্যক্তির যাতায়াত ছিল। বিষয়টি নিয়ে প্রতিবেশীদের মাঝে সন্দেহ-সংশয় হয়।তাদের ধারনা স্ত্রীর পরকীয়া প্রেমের বলী হয়ে থাকতে পারেন ফরহাদুল।
থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম গোলাম রসুল বলেন, ফরহদুল ইসলামের লাশ তার বাড়ি থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির সময় মরদেহের গলায় দাগ পাওয়া গেছে। মরদেহের গলায় দাগ পাওয়াসহ প্রতিবেশীদের সন্দেহের কারণে ফরহাদুলের মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য তার স্ত্রী তৈয়বা বেগমকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর বলা যাবে কীভাবে ফরহাদুল ইসলামের মৃত্যু হয়েছে।