যশোরের বেনাপোল সীমান্তে ৩২ টি স্বর্ণের বার উদ্ধার

ইয়ানূর রহমান : যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে ২ কেজি ৮শ’ গ্রাম ওজনের ৩২ টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি।

গোপন সংবাদের ভিত্তিতে ৪৯ বিজিবি’র ইন্টিলিজেন্স দল জানতে পারে যে, একজন স্বর্ণ পাচারকারী স্বর্ণের বার পাচারের উদ্দেশ্যে বহন করছে। দূর্গাপুর এলাকায় পূর্ব থেকেই ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনা মোতাবেক অদ্য বুধবার সকাল ১০ টা হতে নায়েব সুবেদার আব্দুল মালেক এর নেতৃত্বে একটি অভিযান শুরু করে।

সকাল ১১টার সময় একজন সন্দেহভাজন মোটরসাইকেল চালককে চ্যালেঞ্জ করলে দূর হতে বিজিবি দেখে বেনাপোল পোর্ট থানাধীন দূর্গাপুর মোড়ে মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যায়। বিজিবি সদস্যরা তৎক্ষনাত উক্ত ব্যক্তিকে পিছু ধাওয়া করলেও সে দৃষ্টির আড়ালে যেতে সক্ষম হয়।

ঘটনাস্থলে মোটরসাইকেলটি তল্লাশী করে সাইলেন্সার এর মধ্যে ফিটিং অবস্থায় রাখা ২ কেজি ৮গ্রাম স্বর্ণ (৩২ টি স্বর্ণের বার) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ১,২৩,২০,০০০/- (এক কোটি তেইশ লক্ষ বিশ হাজার) টাকা।