ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
দুর্নীতি দমন কমিশন পাবনা’র আয়োজনে ‘সততা সংঘের উদ্যোগে দুর্নীতি বিরোধী প্রচারণা ও জনমত সৃষ্টির লক্ষ্যে ঈশ্বরদী আলহাজ্ব টেক্সটাইল মিলস্ উচ্চ বিদ্যালয়ে সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন দুর্নীতি দমন কমিশন পাবনা’র উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান। এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আক্তার, প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, শিক্ষক সমিতির সভাপতি জমসেদ আলী, কাউন্সিলর ফিরোজা বেগম, আওয়ামী লীগ নেতা জুলমত হোসেন, শেখ আজগর আলী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম ও ম্যানেজিং কমিটির সদস্য আমিরুল ইসলাম। সভাপতিত্ব করেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন। বক্তব্য রাখেন, শিক্ষক অনিল কুমার সরকার।
আলোচনা শেষে রচনা ও বিতর্ক প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।