সোহেল রানা ঃ পাবনা জেলা পরিষদ সব সময়ই অসহায় দুস্থ মানুষের নানা রকম সাহায্য সহযোগিতা ও জনকল্যাণমূলক কাজ করে আসছে। বাংলাদেশের বর্তমানের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল গড়ার লক্ষ্যে প্রতিটি ক্ষেত্রে মানুষের সেবার জন্য যে সকল কাজ করা দরকার সেসকল কাজ বাস্তবায়নের জন্য সকল সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান প্রধানদের তীক্ষè দৃষ্টি দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন। সেই লক্ষ্যে পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান জেলা পরিষদ থেকে অসহায় দুস্থ মানুষদের নিয়মিত সেবা করে আসছেন। তারই ধারাবাহিকতায় গতকাল পাবনা জেলা পরিষদ থেকে মো.আসাদ আলী পিতা মো. আব্দুল বারেক চাটমোহর পাবনা। তার কোন ঘরবাড়ি নেই। সে অন্যের বাড়িতে থাকে, তার দু’টি (জমজ) সন্তান, শারীরিক ও মানসিক প্রতিবন্দী। যার কারণে দীর্ঘদিন যাবত নানা রকম জটিল সমস্যা ভুগছেন। টাকার অভাবে তাদের চিকিৎসা করাতে পারছে না। তার ঘরবাড়ি তৈরী ও সন্তানদের চিকিৎসার জন্য পাবনা জেলা পরিষদ থেকে গতকাল মাননীয় চেয়ারম্যান রেজাউল রহিম লাল অনুদানের চেক প্রদান করেন। চেক প্রদানের সময় আরও উপস্থিত ছিলেন পাবনা জেলা পরিষদের ১৪নং সদস্য ও ১নং প্যানেল চেয়ারম্যান বিজয় ভূষণ রায়, ৭নং সদস্য আব্দুল মান্নান, ৮নং আসলাম আলী, ১০নং সদস্য সাইদুল ইসলাম, ১২ নং সদস্য শফিউল আলম বিশ্বাস, ৪নং সংরক্ষিত সদস্য মোছা. রাশিদা পারভীন প্রমূখ।