বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ বলেছেন, সততার অভ্যাসকরণের মাধ্যমে শিক্ষার্থীদের সুচরিত্র গঠন করতে হবে। যেহেতু আজকের প্রজন্মরাই ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্ব দিবে তাই তাদের ছোট থেকেই সৎ জীবন গড়ে তোলার মাধ্যমে সামনে এগিয়ে যেতে হবে।
বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় বগুড়ার সহযোগিতায় পরিষ্কার-পরিচ্ছন্নতা, তরুণ প্রজন্মের মধ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি এবং দুর্নীতি প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সততা ষ্টোরের উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলি বলেন। প্রধান অতিথির বক্তব্যে দুর্নীতিবিরোধী সচেতনতার পাশাপাশি বগুড়া জেলা প্রশাসক বর্তমানে সারাদেশে চলমান সকল মিথ্যা গুজব এবং ডেঙ্গু প্রতিরোধে সকলকে সচেতন হওয়ারও আহবান জানান। সেই সাথে ইতিমধ্যে জেলার প্রায় শতভাগ প্রাথমিক বিদ্যালয়ে সততা ষ্টোর গঠন করা হয়েছে যে কয়টি বাকি আছে তাও খুব দ্রুত গঠন করা হবে যা সততার চর্চার এক অনন্য দৃষ্টান্ত হবে বলে জানান বগুড়া জেলা প্রশাসক। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাবেয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় বগুড়ার উপ-পরিচালক মো: মনিরুজ্জামান, দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য শংকর, দুদক বগুড়া কার্যালয়ের উপ সহকারি-পরিচালক সুদীপ কুমার চৌধুরী এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির কার্যনির্বাহী সদস্য সঞ্জু রায়। এছাড়াও একই দিনে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার বিচারক হিসেবে অনুষ্ঠানে দায়িত্ব পালন করেন সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক দেবদুলাল দাস ও সরকারি শাহ সুলতান কলেজের সহকারী অধ্যাপক ইমদাদুল হক। সভা ও প্রতিযোগিতা পরবর্তী অনুষ্ঠানে বিদ্যালয়ের সততা সংঘের সদস্যদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। পরিশেষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা দুর্নীতিবিরোধী বিভিন্ন বার্তা নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। এদিকে দুর্নীতির বিরুদ্ধে দুদকের জিরো টলারেন্স অবস্থার মাঝেই ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে দুদক এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এই ধরণের সচেতনতামূলক ক্যাম্পেইন অব্যাহত থাকবে বলেও জানান দুদক বগুড়া কার্যালয়ের উপ-পরিচালক মো: মনিরুজ্জামান।