মৌলভীবাজার সদর উপজেলার দি ফ্লাওয়ার্স কে.জি এন্ড হাই স্কুলে বিদ্যালয় চলাকালীন অবস্থায় মশা নিধনের ঔষধ স্প্রে করার কারনে প্রায় অর্ধশত শিক্ষার্থী অসুস্থ হয়েছে আজ ৩ আগষ্ট দুপুর ২টার দিকে। আহতদের মধ্যে ৮ম শ্রেণীর শিক্ষার্থী এমি, সানন্দ দত্ত, নওশিন আক্তার, ইসমা, রিমা, মৌসুমি দত্ত, রিয়া দত্ত, তনিমা জান্নাত, শাহরিয়ার সাদি, প্রজ্ঞা চৌধুরী, সুমাইয়া, সৈয়দা ফাহিমা ও ৭ম শ্রেণীর সৈয়দা লাবিবা আহমদ প্রমুখ মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ও অন্যান্য আহতরা প্রাথমিক চিকিৎসা সেবা গ্রহণ করেছেন । শিক্ষার্থী ও অভিভাবক সূত্রে জানা যায়- শনিবার দুপুরে দি ফ্লাওয়ার্স কে.জি এন্ড হাই স্কুলে ক্লাস চলছিল। ওই সময় স্কুলে পৌরসভার পক্ষ থেকে মাশার ঔষধ স্প্রে করা হয়। এর কিছুক্ষণ পর একাধিক ছাত্র-ছাত্রী অসুস্থ হয়ে পড়েন। পরে তাদেরকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেয়া হয়। অসুস্থ এমির মামা মান্নান আহমদ বিদ্যালয়ের কর্তপক্ষের চরম অবহেলাকে দায়ী করে বলেন, আমরা চাই মশক নিধন হোক, কিন্তু আমাদের সন্তানদের ক্ষতি করে নয়। আমরা স্কুলে ছাত্রীদের পাঠিয়েছি তাদের ভাল শিক্ষার জন্য। স্কুলে গিয়ে তারা অসুস্থ হয়ে পড়লে এর দায়ভার কে নেবে? ঔষদ ছিটানোর আগে সংশি¬ষ্টদের এদিকে নজর দেওয়া উচিত ছিল। নওশিন আক্তার এর অভিবাবক মুর্শেদ আহমদ বলেন- পৌর কর্তৃপক্ষ চাইলে স্কুল কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে ঔষধ স্প্রে করতে পারত। বাচ্ছাদের মারান্তক কিছু হলে এর দায় ভার কে নিবে ?। মৌলভীবাজার নবাগত জেলা প্রশাসক নাজিয়া শিরিন বলেন- বিয়টি দুঃখ জনক। বিদ্যালয় কর্তপক্ষের অবহেলা থাকলে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে। আমি শিক্ষার্থীদের হাসপাতালে দেখতে যাব।