প্রিয়াঙ্কা সরকার
কালের ছিন্ন বীণা বেয়ে উদ্ধত বুকে চুঁইয়ে পড়ছে নদী,
ভেঙে পড়ছে মৌনতার মনুষত্ব…
বুনো তিমিরে স্নান শেষে আবারো ফিরে যাচ্ছে বিভাজন;
বানিয়ে রেখে গেলাম ভূমি,
শেষ বেলার বুকে জরাহীন ইতিহাস –
ভাঙাপাত্রের গুঁড়ি..
…… ঠাঁই দাও! এক অন্য পৃথিবী।।